আমাদের সম্পর্কে

about-img
গত দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতি একটি একচেটিয়া আধিপত্যবাদী শক্তির নিয়ন্ত্রণে আবদ্ধ ছিল। ক্ষমতাসীন দল আমলাতন্ত্র, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে একটি ফ্যাসিস্ট বা স্বৈরাচারী শাসনব্যবস্থা গড়ে তুলেছিল। এমতাবস্থায়, প্রধান বিরোধী দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক গুলো সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কার্যকর বিরোধিতা গড়ে তুলতে ব্যর্থ হয়ে ক্রমশ নিষ্ক্রিয় ও আনুগত্যশীল হয়ে পড়েছিল। তবে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের অকুতোভয় ছাত্র-জনতা মাত্র ৩৬ দিনের এক অভূতপূর্ব আন্দোলনের মধ্য দিয়ে সেই স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করে। নতুন প্রজন্মের ছাত্র-জনতার এই রক্তস্নাত আন্দোলন একদিকে যেমন দমনমূলক ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে, অন্যদিকে তারা গত ৫৪ বছর ধরে প্রচলিত অকার্যকর, ব্যর্থ ও দেশবিরোধী রাজনীতির ধারাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাদের এই প্রত্যাখানের ফলে আজ বাংলাদেশে এক নতুন, আধুনিক আর যুগোপযোগী রাজনৈতিক ধারার গণ প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

নতুন এই বাস্তবতায় বাংলাদেশের জনগণের প্রত্যাশা এমন একটি রাজনৈতিক দল, যা পুরনো ধ্বংসাত্মক রাজনৈতিক কাঠামো ভেঙে একটি গণমুখী, স্বচ্ছ ও প্রগতিশীল নেতৃত্ব গড়ে তুলবে। এহেন গণ প্রত্যাশার প্রেক্ষিতেই “জনতার দল” এর জন্ম।

mission

জনতারদল এর ইতিহাস

৫ই আগষ্ট ২০২৪ এর পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক প্রত্যাশার সৃষ্টি হয়েছিল, তারই ধারাবাহিকতায় ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে জনতার দল গঠনের উদ্যোগ নেন। তার আহবানে সাড়া দিয়ে মেজর (অবঃ) ডেল এইচ খান প্রতিষ্ঠাতা সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে জনতার দলে যোগ দেন।

২০২৫ সালের রমজান মাসে দলের নাম, লোগো, পতাকা, মটো, মূলমন্ত্র ও স্লোগান নির্ধারিত হয় এবং ২০ মার্চ ২০২৫ তারিখে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জনতার দল আত্মপ্রকাশ করে। জনতার দলের আহবায়ক সদস্য সচিব হিসেবে জনাব আজম খানের উদ্যোগে বনানীতে জনতার দলের প্রথম অফিস উদ্বোধন করা হয়।

জনতার দলের ভিশন

প্রযুক্তি, ন্যায়বিচার ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের ভিত্তিতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে আত্মনির্ভর, দুর্নীতিমুক্ত ও বৈশ্বিক মানের রাষ্ট্রে রূপান্তরিত করা, যেখানে ন্যায্যতা, মেধা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত হবে এবং প্রতিটি নাগরিক মর্যাদা, সুযোগ ও নিরাপত্তা লাভ করবে।

vission
mission

জনতার দলের লক্ষ্য

জনগণের চাহিদা ও প্রত্যাশার ভিত্তিতে ন্যায্যতা, মেধা ও মানবিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর প্রশাসন গড়ে তোলা, যা বাংলাদেশকে দূর্নীতিমুক্ত, স্বনির্ভর, স্বাধীন ও নিরাপদ রাষ্ট্রে পরিণত করবে।

জনতার দলের মূলনীতি

১।ন্যায় ও সুশাসন: স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা।
২। অর্থনৈতিক স্বাধীনতা: কৃষি, প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে বৈচিত্র্যময় অর্থনীতি সৃষ্টি।
৩। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ: স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা।
৪। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন: নৈতিকতা ও আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি।
৫। জাতীয় নিরাপত্তা: আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা জোরদার।
৬। যুবশক্তির ক্ষমতায়ন: তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
৭। পরিবেশ ও টেকসইতা: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ।
৮। সাংস্কৃতিক ঐতিহ্য: বাঙালি সংস্কৃতির প্রচার ও সংরক্ষণের মাধ্যমে জাতীয় পরিচয় শক্তিশালীকরণ।

vission
mission

জনতার দলের রাজনৈতিক কাঠামো

১) কেন্দ্রীয় কমিটি: অভিজ্ঞ রাজনীতিবিদ, পেশাজীবী ও তরুণ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে এবং দলের কৌশলগত নেতৃত্ব প্রদান করবে।
২) নীতিনির্ধারক পরিষদ: অর্থনীতি, শিক্ষা, প্রতিরক্ষা ও প্রশাসন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত হবে এবং নীতি প্রণয়ন করবে।
৩) স্থানীয় শাখা: ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে গণমুখী নেতৃত্বের সমন্বয়ে গঠিত হবে এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে।
৪) এথিক্স বা নৈতিকতা কমিটি: সৎ, বিজ্ঞ, ও স্বাধীন তদারককারীদের সমন্বয়ে গঠিত হবে এবং দলের সদস্যদের নৈতিকতা ও সততা নিশ্চিত করবে।

জনতার দল যাদের কাছে কৃতজ্ঞ

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল

জনতার দলের ধারনাপত্র, দলীয় ইশতেহার ও গঠনতন্ত্রের রচয়িতা।

লেঃ জেনারেল (অবঃ) সাব্বির আহমেদ

জনতার দল নাম প্রস্তাবক।

সোহেল রানা

জনতার দলের লোগো প্রস্তুতকারক।

ডেল এইচ খান

‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগান প্রস্তাবক।

জনাব আজম খান

জনতার দলের প্রথম অফিস প্রদানকারী।

জনতার দলের নেতৃবৃন্দ

Md. Shamim Kamal

মোঃ শামীম কামাল

চেয়ারম্যান
Azam_ Khan

আজম খান

সদস্য সচিব
Md. Shamim Kamal

ডেল এইচ খান

মূখ্য সমন্বয়ক
Share This